‍জুরাছড়িতে ক্ষুদ্র পরিকল্পনা পর্যালোচনা ও হাল নাগাদ করন কর্মশালা


জুরাছড়ি প্রতিনিধি    |    ০৫:৩৮ পিএম, ২০২০-১২-০৮

 ‍জুরাছড়িতে ক্ষুদ্র পরিকল্পনা পর্যালোচনা ও হাল নাগাদ করন কর্মশালা

টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড,জুরাছড়ি ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় ৪নং দুমদুম্যা ইউনিয়নে জনপ্রতিনিধিদের নিয়ে জেলা পরিষদ বিশ্রামাগাড়ে কর্মশালায় আচরণ পরিবর্তণ বিষয়ক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা এসব বিষয়ে উপস্থাপন করেন নির্মল চন্দ্র চাকমা সহকারি ব্যবস্থাপক টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প। তিনি ১৫টি অগ্রাধিকার জীবনরক্ষাকারী আচরণ ও চর্চা বিষয়ে কর্মশালায় উপস্থাপন করেন। এসময় ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, দুমদুম্যা ইউনিয়ন খুবই দূর্গম এলাকার জনগণের সেবা পৌঁছে দিতে দূর্ভোগ পোহাতে হয় সেবাদান কারীদের। টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প কর্তৃক শিশুদের ৪৫ দিনের মধ্যে জম্ম নিবন্ধনের কথা বলা হলে চেয়ারম্যান সাধন কুমুার চাকমা বলেন, দুমদুম্যা ইউনিয়নে এমন দূর্গম এলাকা রয়েছে অনেক সময় শিশুরা টীকা থেকে বঞ্চিত থাকেন।

সরকারি ভাবে এখনো দুমদুম্যা ইউনিয়নে স্বাস্থ্য সহকারি পদ সরকারিভাবে অনুমোদন নেই, বলে জানান,জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা। উল্লেখ্য যে ডাঃ অনন্যা চাকমা আরো জানান, দুমদুম্যা ইউনিয়নে স্বল্প বেতনে একজন ভলান্টিয়ার এর মাধ্যেমে টীকার কাজ সম্পাদন করা হয়। যদি জেলা পরিষদ কিংবা অন্যান্য সংস্থা থেকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা বরাদ্ধ দেওয়া হয় তাহলে টীকা কার্যক্রম চালাতে সুবিধা হবে।